অনলাইন ডেস্ক:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ইলিশবাহী একটি ট্রাক খাদে পড়ে ২ জন নি’হত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহ:তদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- সৈয়দুর রহমান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ট্রাকটি কক্সবাজার থেকে ঢাকা যাত্রাবাড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃ ত্যু হয়।
নিহ তদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করেছে।
(কুবি প্রতিনিধি,নাজমুল সবুজ)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক বিকাল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাচ্ছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে পাসের হার ২৪ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ১৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ১১ শতাংশ। এ শিক্ষাবর্ষে ৬ টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৯ নভেম্ব ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৪ এবং ২৫ নভেম্বর। সাক্ষাৎকার শেষে ২৬ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে ৮ ও ১০ ডিসেম্বর মাইগ্রেশন প্রক্রিয়া চলবে। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০২০ সালের ১ জানুয়ারী।
Leave a Reply