( জাগো কুমিল্লা.কম)
আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে বিষ্ণপুরে আয়োজিত ইফতার পার্টি বাধা ও নেতাকর্মীদের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। শুক্রবার সন্ধ্যায় নগরীর চেম্বার অব কর্মাস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান বলেন, আজকে আমাদের বিষ্ণপুরে আফজল খান ফাউন্ডেশনের ইফতার পার্টি ছিল। কিন্তু ইফতার পাটি পন্ড করার জন্য গতকাল থেকে আমাদের নেতা-কর্মীদের হুমকী দেওয়া হচ্ছে। তখন কুমিল্লা এসপি সাহেব কে আমার আব্বু ফোন দেওয়ার পর তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
মুন্সেফ কোয়াটারের তারেক, জিএস সহিদ ও সিহানুকের নেতৃত্বে সারা কুমিল্লা শহরের যত গুন্ডা পান্ডা আছে তাদের নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত স্থানে ইফতার করতে দেওয়া হয়নি। সেখানে তারা নাকি ছাত্রলীগের প্রোগ্রাম দিসে। পরবর্তীতে সাবেক ছাত্রলীগে নেতা আব্দুল কাদের বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে। তারা সেখানে গিয়ে চেয়ার-টেবিল লুট করে নিয়ে গেছে। এ সময় তারা বলছে এখানে যদি কোন ইফতার পাটি করা হয় , খুন হবে, মার্ডার হবে।
মাসুদ পারভেজ খান ইমরান আরো বলেন, আমরা তো সেখানে খুনাখুনি করতে যায়নি। আজকে আমি প্রশাসনের কোন হেল্প পাইনি। এসপি সাহেবকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে। যখন হামলা হয়েছিল এডিশনাল এসপি ও ওসি সাহেবকে ফোন দেওয়া হয়েছে কেউ ফোন ধরেনি। আমরা তো ইফতার করতে গেছে, সেখানে এই অরাজকতার কারণ কি ? আমি কি আওয়ামীলীগ করি না। আজকে আমার বাবার কারণে কুমিল্লায় আওয়ামীলীগ টিকে আছে। আগামীকাল আমরা এসপি মহোদয়ের কাছে যাবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে মহানগর আওমীলীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা বলেন, যেহেতু আমরা প্রোগ্রামটা করতে পরি নাই , ওনারা হয়তো বলবেন ওনারা সাকসেস, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বলতে চাই, এটা তাদের ভুল ধারণা। রোজার মাস , আমরা পরিবেশ শান্ত রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইফতার পাটির মাধ্যমে নৌকার কথা পৌঁছে দিতে চাই। এটাই আমাদের উদ্যেশ্য। এসপি সাহেবের নির্দেশনা মোতাবেক কাজ করবো। সহযোগিতা করলে আমরা শান্তিপূর্ণ ভাবে ইফতার পাটি গুলো করবো। আর যদি সহযোগিতা না পাই, তারপরও আমরা যাবো ইনশাল্লাহ্। তবে তখন কোন কোন ঘটনা ঘটলে প্রশাসনকে দায় নিতে হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: দেখতে সমস্যা হলে jagocomilla ইউটিউব চ্যালেন গিয়ে দেখার অনুরোধ করা হলো।
Leave a Reply