অনলাইন ডেস্ক:
বেশ কিছুদিন ধরে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে চলছে সবুজ ঘাসে আবৃত ছাদে ফুলের বাগান নিয়ে একটি সিএনজি। ঢাকা শহরে এরকম সিএনজি বেশ কয়েকটা থাকলেও কুমিল্লায় এটাই প্রথম।
কুমিল্লার প্রথম সবুজ সিএনজি চালক জুয়েল বলেন, ২০ হাজার টাকা খরচ করে তার সিএনজির ছাদে ফুলের বাগান করা হয়েছে। কান্দিরপাড় থেকে শাসনগাছা নিয়োমিত ভাড়ায় চালান সে।
তার সাথে কথা বলে আরো জানা যায়, এমন ভালো একটি কাজ করতে গিয়েও তাকে অনেকের অনেক কথা শুনতে হয়েছে। জুয়েল আরো বলেন, অনেক ড্রাইভার বাজে পথে কতো টাকা খরচ করে ফেলে। কিন্তু আমি তো তা করছি না। আমার অনেক শখ ছিলো এমন কিছু একটা করার। তাই ঢাকায় এমন একজন ড্রাইভারের সাথে যোগাযোগ করে এইটা করলাম।
আমি যখন গাড়ি নিয়ে বাহির হই, তখন প্রচুর লোক গাড়ির ছবি তুলে। তখন আমার মন খুসি হয়, একটা আনন্দের হাসি পায়, যা ২০ হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না।
জুয়েলের জানান, ওর দেখাদেখি অলরেডি আরেক জন ড্রাইভার আজ বাগান করার কাজ শুরু করে দিয়েছে।
একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন
আনিসুর রহমান মিঠু
পরাজিতের জন্য! এমন ভালবাসা খুব একটা দেখা যায় না।সাকিব আল হাসান, আজকের হিসেবে একজন পরাজিত মানুষ। তিনি হেরে গেছেন, আর কোন দিন খেলায় ফিরে নাও আসতে পারেন!
সাকিবের আন্দোলন আমার পছন্দ ছিল না। কিন্তু তারপরও আমি সাকিবকে ভালবাসি।
তিনি হারতে বসা বাংলাদেশকে বহুবার জিতিয়েছেন। সাকিবের সকল দোষ আমি ক্ষমা করতে রাজি আছি।
সাকিব ছিলেন আমাদের টেন্ডুলকার! সাকিবদের জন্ম প্রতিদিন হয় না।
ইচ্ছে করলেই আমরা একটা সাকিব বানিয়ে ফেলতে পারব না। একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন।
আমি বাংলাদেশকে ভালবাসি বলেই, সাকিবকে ভালবাসি। আজ সমগ্র বাংলাদেশই সাকিবকে ভালোবাসা জানাচ্ছে। কিছু বিবেকহীন মানুষ বাঙ্গালরে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে।
তবে তাদের সংখ্যা অতি অল্প!
বাংলাদেশের মানুষের চরিত্র অনুযায়ী, আজ সবাই সাকিবকে গালাগাল করার কথা ছিল, কিন্তু মানুষ সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে!
আজ আমার মনে হচ্ছে সাকিব একজন সত্যিকার নায়ক। সে মনের কথা কিছুই বলেনি, কিন্তু মানুষ তার মনের কথা বুঝে নিয়েছে।
Leave a Reply