অনলাইন ডেস্ক:
ইন্ডিপেন্ডেন্ট টিভি কুমিল্লা প্রতিনিধি তানভীর দিপু কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে হাতের একটি অংশের জয়েন্ট আলাদা হয়ে যায়। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায় নি।
পারিবারিক সূত্রে জানা, অসাবধানতার বসে এ ঘটনা ঘটে । তার সুস্থতা জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনী, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনী। এ ছাড়া কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুস্থতা কামনা করেছেন।
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথম সমাবর্তনে অংশগ্রহণ না করতে চাইলেও পরবর্তীতে ম‚ল সনদপত্র তুলতে সমাবর্তনের নিবন্ধন ফি এর সমপরিমাণ ফি দিতে হবে শিক্ষার্থীদের। স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সমাবর্তনে অংশগ্রহণ না করে পরবর্তীতে সনদপত্র গ্রহণ করলেও নিয়মিত রেজিস্ট্রেশন এর হারে ফি প্রদান করতে হবে।’
তবে এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী। প্রশাসনের এ সিদ্ধান্তকে সমাবর্তনে অংশগ্রহণে বাধ্য করার প্রয়াস হিসেবেই দেখছেন তারা।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আহসান হাবীব ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে লিখেন, ‘এ ঘোষণা কি সমাবর্তনে বাধ্য করার প্রয়াস! আনন্দঘন এবং কাঙ্খিত মানের সমাবর্তন আয়োজন করতে পারলে এমনিতেই বেশীরভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা। সমাবর্তন বক্তার নাম ঘোষণার অপেক্ষায়ও কেউ কেউ রেজিষ্ট্রেশন করছে না, এমনটাও জেনেছি আমি।’
ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষার্থী আছে, যাদের স্বাভাবিক জীবন দুর্বিষহ, এমতাবস্থায় ৪০৫০ টাকা ফি দিয়ে অংশগ্রহণ সম্ভব কিনা একটু ভাবা দরকার । সমাবর্তনে অংশগ্রহণ না করে ৪০৫০ টাকা ফি দিয়ে সার্টিফিকেট নিতে হয় এমনটা অন্য বিশ্ববিদ্যালয়েও হয় কি না আমার জানা নেই। তবে শুধু কুবিতে এমন নিয়ম হলে তা হবে অসহায় দারিদ্র্য শিক্ষার্থীদের প্রতি জুলুমের শেষ নামান্তর।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ‘আমাদের কাছে ডকুমেন্টস আছে। অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সমাবর্তনে অংশগ্রহণ না করতে পারলে সমপরিমাণ ফি দিয়ে ম‚ল সনদপত্র নিতে হয়। অংশগ্রহণটা যেন বাড়ে সেটাও চিন্তা করা হয়েছে।’
অংশগ্রহণ বাড়ানোর জন্যই এ প্রয়াস কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘শুধুমাত্র অংশগ্রহণ বাড়ানোর জন্যই যে এটা করা হয়েছে তা কিন্তু না। অনেকে আছে খামখেয়ালি করবে। রেজিস্ট্রেশন করবে না। আমরা চাই যে প্রথম সমাবর্তন সবাই আসুক। যেহেতু আমাদের বিশাল একটা খরচ রয়েছে। সবাই অংশগ্রহণ করলেই আরও জাঁকজমকপ‚র্ণ হবে।’
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি কুমিল্ল বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে এ সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপ‚র্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৯। যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৩০৬১৬২৬ এ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply