(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লার তিতাস উপজেলায় গ্রামীণ সড়কের বেহাল দশার কারনে মৃ ত্যুর আগেই চরতে হয়েছে ম রার খাটে এক প্রসূতির। ঘটনাটি উপজেলার বলরামপুর গ্রামে। মঙ্গলবার রাতে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সোনিয়া (২২) এর প্রসব ব্যাথা উঠলে রাতেই তাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু কি ভাবে? রাস্তার বেহাল দশায় কোন প্রকার যানবাহন চলাচল করে না। তাই প্রসূতির স্বজনরা মরার খাটে করে প্রায় দুই কিলোমিটার ভাঙ্গা চুরা রাস্তা পায়ে হেটে বাতাকান্দি মাছিমপুর সড়কের পাঙ্গাসিয়া নামক স্থানে এনে অটোকিশা যোগে উপজেলা সদরে আসমা লতিফ সার্জি কেয়ার হাসপাতালে ভর্তি করেন। রাতেই সোনিয়া একটি পুত্র সন্তানের মা হয়েছেন।
এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মৃ ত্যুর আগেই মুর্দারের খাটে প্রসূতি। এখবরে প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ এলাকার বিভিন্ন পেশা- শ্রেণীর মানুষের মাঝে এটি এখন টক দ্য তিতাস নিউজ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বাতাকান্দি- মাছিমপুর সড়কের পাঙ্গাসিয়া হতে দক্ষিন বলরামপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক বড় বড় গর্ত হওয়ার ফলে যানবাহন চলাচল করে না এবং অল্প বৃষ্টি হলে হাটাও কঠিন হয়ে পরে। ওই গ্রামবাসী আরো বলেন কলেজ ও মাধ্যমিক স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়তে অনেক কষ্ট হয়। এছাড়াও প্রায় ৫ হাজার জনগোষ্টির র্দুভোগ লাগবে রাস্তাটির সংস্কার কাজ করা অতি জরুরী।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মুহিববুল্লাহ বলেন বলরামপুরের রাস্তাটি সংস্কারের প্রক্রিয়া চলছে। অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর নবী বলেন ইতি মধ্যে আমাদের এমপি মহোদয় সেলিমা আহমাদ মেরী রাস্তাটি পরিদর্শন করেছেন এবং দ্রুত সংস্কার কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করেছেন। অপর দিকে উপজেলা ঘুরে দেখা যায় উপজেলা সদরের সাথে সংযোগ সড়ক গুলির প্রতিটিরই বেহাল দশা,এর মধ্যে উল্লেখ যোগ্য সড়ক গুলি হল শিবপুর- লালপুর সড়ক,কড়িকান্দি- মজিদপুর সড়ক,দড়িকান্দি- গোপালপুর সড়ক, গাজীপুর-জগতপুর সড়ক, বাতাকান্দি – মহোনপুর সড়ক। এসব এলাকার মানুষের সাথে কথা বললে তারা উল্লেখিত সড়ক গুলির দ্রুত সংস্কারের দাবি করেন।
Leave a Reply