( জাগো কুমিল্লা ডট কম)
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিং পুলে দিনভর এই প্রতিযোগীতা চলে।
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর জেলার বাছাইকৃত ১৪ টি কলেজ থেকে ১২২ জন প্রতিযোগী এই সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহন করেন ।
উক্ত প্রযোযোগীতা উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুস ছালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা উপ সচিব ( একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া । তিনি বলেন, উক্ত প্রতিযোগীতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মেদ কলেজ এবং রানারআপ হয়েছেন চাঁদপুর জেলার পুরানবাজার ডিগ্রি কলেজ। প্রতিযোগিতা শেষ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজীয়দের পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply