অনলাইন ডেস্ক:
আন্দোলন স্থগিত করেছে আন্দোলনরত ক্রিকেটাররা। আগামী শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠে ফিরছে ক্রিকেটাররা।
আজ বুধবার (২৩ অক্টোবর) আন্দোলনরত খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তাদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
অবশেষে ক্রিকেটাররা প্রত্যাহার করলেন তাদের ধর্মঘট। বিসিবি কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় দলের অধিনায়ক সাকিব জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে। বিসিবি ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে। আগামী শনিবার থেকে ক্রিকেটাররা আবার মাঠে ফিরবেন।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে ক্রিকেটার-বিসিবির এই বৈঠক শুরু হয়েছিল।
এর আগে, গুলশানে সাকিবদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। এই ধর্মঘট কারো বিরুদ্ধে নয়, নিজেদের দাবি আদায়ের ধর্মঘট উল্লেখ করে তিনি জানান বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ডাকযোগে বিসিবির কাছে ক্রিকেটারদের তরফ থেকে নতুন করে ১৩টি দাবিসহ চিঠি পাঠানো হয়েছে।
দাবিগুলো হচ্ছে,
১। কোয়াবের বদলে প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন গঠন করতে হবে।
২। প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফট বাতিল করতে হবে। নিজের পছন্দমতো টাকা ও ক্লাবে খেলতে দিতে হবে।
৩। বিপিএল আগামী সিজন থেকে আবার আগের ব্যবস্থায় ফিরিয়ে নিতে হবে। বিদেশী ক্রিকেটার ও দেশী ক্রিকেটারদের মধ্যে পেমেন্টের বৈষম্য বন্ধ করতে হবে।
৪। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি কমপক্ষে এক লাখ টাকা করতে হবে।
৫।সারাবছর কোচ ও প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।
৬। জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার ৩০ জন করতে হবে।
৭। স্থানীয় কোচ, কোচিং স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াতে হবে এবং বিদেশী স্টাফদের সাথে সমন্বয় করতে হবে।
৮। ঘরোয়া ক্রিকেটের প্রতি স্তরে ম্যাচের সংখ্যা ও টুর্নামেন্ট বাড়াতে হবে।
৯। ঘরোয়া ক্রিকেটের স্থায়ী সূচি করতে হবে।
১০। ক্রিকেটারদের পাওনা দাবি নির্দিষ্ট সময়ে দিতে হবে।
১১। দুইটির বেশি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে দিতে হবে। যদি জাতীয় দলের খেলা না থাকলে এবং ক্রিকেটারদের চাহিদা থাকলে খেলতে দিতে হবে।
১২। ক্রিকেট বোর্ডের মোট আয়ের নির্দিষ্ট পরিমাণ ন্যায্য হিস্যা ক্রিকেটারদের দিতে হবে।
১৩। নারী ক্রিকেটারদেরও একই সুবিধা দিতে হবে।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
Leave a Reply