(জুয়েল রানা, তিতাস)
জমিজমা নিয়ে মায়ের সঙ্গে ঝা’মেলা চলছিল কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ব’ন্দরামপুর গ্রামের বাসিন্দা মো. শাকিলের (৩৭)।
এ নিয়ে পারিবারিক ক’লহ সৃষ্টি হয় পরিবারে। সোমবার ছেলের হাতে দুই দফা মা’র খান মা লতিফা বেগম (৫৭)। ক্ষো’ভে অ’ভিমানে মঙ্গলবার সকালে লতিফা বেগম বি’ষ পান করে আ’ত্মহ’ত্যা করেছেন বলে অ’ভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে ছেলে শাকিল প’লাতক রয়েছে। এ ঘটনায় আ’ত্মহত্যা’য় প্র’রোচনার অ’ভিযোগে শাকিল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আ’সামি করে লতিফার স্বামী আবুল কাশেম তিতাস থানায় মা’মলা করেছেন।
পুলিশ জেসমিনকে আ’টক করেছে। জি’জ্ঞাসাবাদে জেসমিন বলেন, পারিবারিক বিষয় ও জমিজমা নিয়ে সোমবার দুপুরে শাকিলের সঙ্গে মতবি’রোধ হয় লতিফার।
একপর্যায়ে শাকিল তার মাকে মা’রধ’র করেন। বিষয়টি লতিফা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে জানালে ক্ষু’ব্ধ হয়ে শাকিল আরেক দফা তাকে মা’রধ’র করেন।
অ’পমানে সোমবার রাতে পাশের বাড়িতে চলে যান তিনি। মঙ্গলবার সকালে বাড়িতে এসে তিনি বি’ষ পান করেছেন বলে জানান। কিছুক্ষণ পর তিনি মা’রা যান।
জমিজমা নিয়ে পারিবারিক ক’লহের জেরে শাকিল তার মাকে মা’রধ’র করেন। এই কাজে স্ত্রী জেসমিনও তাকে সহযোগিতা করেন। এতো বড় অ’পমান মেনেনিতে পারেন নি মা।
ছেলের হাতে মা’র খাওয়ার অ’পমান সহ্য করতে না পেরে তিনি আত্মহ’ত্যা করেন। শাকিলকে ধরার জন্য অ’ভিযান চলছে বলে জানান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম।
ভাইরাল ভিডিও গাছ কাটা সেই নারী আটক
অনলাইণ ডেস্ক:
সাভারের সিআরপি রোডে উন্মাদের মত এক নারীর বাড়ির ছাদের সব গাছ কেটে সাফ করে দিয়েছিলেন আরেক নারী। এ ঘটনার পর বুধবার (২৩ অক্টোবর) গাছ কাটা সেই নারীকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার পর ওই নারী বলেন, আমি অনুতপ্ত, ভুল করেছি।
এর আগে ভুক্তোভোগী সুমাইয়া হাবিব গাছ কাটার সেই সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! এ সময় বাগানটির মালিক তার কাছে এ কাজটি না করতে অনুনয়-বিনয় করছেন। চোখের সামনেই তিলে তিলে গড়া শখের বাগানটি টুকরো টুকরো হতে দেখছেন তিনি। কিন্তু তার আকুতি, মিনতির চুল পরিমাণ অনুভূতিও ওই নারীকে স্পর্শ করছে না। লাগাতার গাছ কেটেই যাচ্ছেন। তাকে থামাতে পারছে না কেউ। কারণ সঙ্গে তার ছেলে একদল সহযোগী নিয়ে ছাদে উঠেছেন। ওই নারী কেন পরিবেশবান্ধব গাছ কেটে ফেলছেন? সে প্রশ্নের জবাব দিয়েছেন ভুক্তোভোগী সুমাইয়া হাবীব নিজেই। গাছগুলো ছাদের পরিবেশ নষ্ট করছে বলেই নাকি এগুলো কেটে ফেলেছেন ওই নারী।
ঘটনার বিবৃতি দিয়ে সুমাইয়া হাবিব লিখেছেন, কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই নারীর গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই নারী আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন? সুমাইয়া আরো লিখেছেন, আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। আর এই নারী আমাদের সঙ্গে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলো কেটে ফেলল।
Leave a Reply