প্রেস বিজ্ঞপ্তি:
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চৌদ্দগ্রামে এক তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সাইদুলহক নামের একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মেসার্স ডে-নাইট ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযোগকারী গত ১৭/১০/২০১৯ তারিখে অভিযোগ করেন যে ডাক্তারের প্রেসক্রিপশনের ভিত্তিতে তিনি ঐ ফার্মেসী থেকে ইনসেপ্টা কোম্পানির নিনটোনিন ১০০ মি.গ্রামের ১০টি ক্যাপসুল ক্রয় করেন। সেখান থেকে তিনি রাতে দুটি ক্যাপসুল খেয়েও ফেলেন।
ঔষধ খাওয়ার পর শরীর আরও খারাপ লাগলে তিনি প্যাকেট চেক করে দেখেন উল্লিখিত ঔষধের মেয়াদ কোনটা ২০১৭ সালের মে মাসে কোনটা ২০১৮ সালের মে মাসে শেষ হয়েছে। ফলে প্রতিকার পেতে তিনি এ দপ্তরে লিখিত অভিযোগ করেন। আজ সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মেসার্স ডে-নাইট ফার্মেসীর মালিক আব্দুল খালেককে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী জনাব সাইদুল হককে আইনের ৭৬(৪) ধারায় বিধানবলে স্পটেই উক্ত জরিমানার ২৫% হিসাবে ৫,০০০ টাকা নগদ প্রদান করা হয়।
এছাড়াও এ দিন চৌদ্দগ্রামের পৌর বাজারের পেঁয়াজের বাজার তদারকি করা হয়। এ দিন মেয়াদ উত্তীর্ণ প্রাণ গুড়া মসলা বিক্রয়ের অভিযোগে মেসার্স ভূইয়া এন্ড সন্সকে ৫,০০০ টাকা, মূল্য তালিকা না থাকায় মেসার্স জয় রাম ভান্ডারকে ৩,০০০ টাকা
এবং অবৈধ বিদেশী কসমেটিক্স বিক্রয় করায় মেসার্স মিতালী ট্রেডার্সকে ৫,০০০ টাকাসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩৩,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা মার্কেটিং অফিসের বাজার পরিদর্শক মো: আলমগীর হোসেন এবং এসআই আরিফের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply