মোঃ জুয়েল রানা:
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসকের পঠানো একটি প্রতিনিধি দল। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দূর্গাপুর অবস্থিত শ্রী শ্রী রামানন্দ গোস্বামী আশ্রমের পূজা মন্ডপ, মাছিমপুর স্বর্গীয় শ্রী শচীন্দ্র রায়ের বাড়ীর রাধামাধব মন্দিরের পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ বলেন, আমরা সবাই মানুষ। ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সবাই মিলেমিশে উৎসব করব। এদেশে প্রতিটি ধর্মের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সেলিনা আক্তার, জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান রায়হানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী বিবেকানন্দ পোদ্দার বিবু, যুুবলীগ নেতা ইব্রাহিম সরকার, সাংবাদিক হালিম সৈকত, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লনি চন্দ্র দেবনাথ, বাবু হারাধন রায়, মজিব, রণজিৎ ও অরুন দাস প্রমুখ
Leave a Reply