অনলাইন ডেস্ক:
৭৬ সদস্যের কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সাইফুন্নাহার মিতা শিকদারকে সভাপতি, আইরিন আহম্মেদকে সাধারণ সম্পাদক ।কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন স্বাক্ষরিত অনুমোদিত একটি কমিটি । কমিটি অনুমোদনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষর থাকলেও এতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই।
৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি দ্বারা স্বাক্ষরিত হলেও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক’কে এই কমিটি অনুমোদনে রাজি করাতে পারে নাই ফলে গত শনিবার বিষয়টি জানাজানি হয়।
বিতর্কিত এই কমিটি জানাজানি হওয়ার পর এ নিয়ে ত্যাগি নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়। যাদের আন্দোলন-সংগ্রামে রাজপথে পাওয়া যায় না, এমন একটি একতরফা নতুন মুখ দিয়ে কমিটি দেওয়া হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন। কেউ কেউ এক তরফা কমিটি বাতিল চেয়ে প্রয়োজনে আন্দোলন নামার হুশিয়ারি করেন। তাদের মতে যাদেরকে দলীয় কোন প্রোগ্রামে খুঁজে পাওয়া যায় না তারা গুরুত্বপূর্ণ পদে এটা কিছুতেই মানার মত না। কুমিল্লা মহিলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা মনে করেন কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগ এর গুরুত্বপূর্ণ পদ দাওয়ার জন্য আরো অনেক যোগ্য ব্যক্তিবর্গ ছিলো।এ নিয়ে বিতর্কিত ঘোষিত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার সাথে কথা বললে তিনি জানান,
প্রথমত গঠনতন্ত্র অনুসারে একজনের স্বাক্ষরে কমিটি হয় কিনা তা নিয়ে দ্বিমত আছে ।এছারাও সিটি নির্বাচনে দল থেকে মনোনীত হয়ে নির্বাচিত হওয়া মহিলা কাউন্সিলরদের একজনও এই কমিটিতে নেই।
এই কমিটি নিয়ে আমি অবগত ছিলাম না , আমার সাথে কারো কথাও হয়নি তাই হয়তো আমার নামটাও ভুল লেখা হয়েছে। আমার অজান্তে আমাকে পদ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ । অত্যন্ত খুশী হয়েছি তবে আমার যেহেতু নিজেরই বহু কাজ করার সুযোগ রয়েছে , তাই অন্য কাউকে এ পদ দিয়ে দিলে দলে অন্য একজন নেতৃত্বে আসার সুযোগ পাবে । মহানগর মহিলা আওয়ামীলীগের এই পদে অন্য কাউকে কো অপট করে নিলে আমি খুশী হব – সেই সাথে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে একটি পুর্নাঙ্গ ও প্রশ্নবিদ্ধ বিহীন কমিটি অচিরেই অনুমোদন হবে সেই প্রত্যাশা করি৷
Leave a Reply