অনলাইন ডেস্ক:
মোঃ ইমাম হোসেন বাবুল । বাড়ি চাঁদপুরে । তার পেশা কুমিল্লা থেকে কৌ শলে শি শু অ পহরণ করা। দীর্ঘ দিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অপ্রা প্ত বয়স্ক ছেলে-মেয়েদেরকে বিভিন্ন প্র লোভন দেখিয়ে জো রপূর্ব ক অপহরণ করে তাদের আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনদের নিকট থেকে মুক্তিপণের টাকা আদায় করা।
ঠিক তেমনি গত ১৫ দিন আগে কুমিল্লা রেলস্টেশন থেকে একটি শি শুকে অপহরণ করে এক লক্ষ টাকা মু ক্তিপন দাবি করে । পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে র্যাবের কাছে অভিযোগ দিলে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ।র্যাব সদস্যদের গো য়েন্দা নজর দারীর মাধ্যমে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত ২১ সেপ্টেম্বর রাত ১০ টায় চাঁদপুর বড় ষ্টেশন এলাকায় চাঁদপুর মিডিয়া সেন্টার বিকাশের দোকানে একটি বিশেষ অ ভিযান পরি চালনা করে।
এসসময় অপহরণকারী মোঃ ইমাম হোসেন বাবুল (৪৮) কে আ টক করে । সে চাঁদপুর শাহারাস্তি উপজেলার মেহের এলাকার শফিউল্লাহ মিয়াজীর ছেলে। এ সময় অ পহৃত শি শু উদ্ধার করা হয়। গ্রে ফতার কৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মা মলা দায়েরের প্রস্তু তি চলছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি প্রণব কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply