অনলাইন ডেস্ক:
সবুজ রূপ বৈচিত্রের শ্যামলভূমি রাঙ্গামাটিতে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আউটডোর ফটোগ্রাফি ট্যুর অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস এর নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাংবাদিক ও তাঁদের পরিবারের অন্তত ৪০জন সদস্য। ঐদিন সকালে রাঙ্গামাটিতে পৌছার পর রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ মামুন এর সহযোগিতায় সাংবাদিক সদস্যবৃন্দ রাঙ্গামাটি স্টেশন ক্লাবের অতিথিশালায় খানিকটা বিশ্রাম নিয়ে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করে। আউটডোর অটোগ্রাফি উপলক্ষে সকল সাংবাদিকরা তাদের ইচ্ছেমত দৃষ্টিনন্দন দৃশ্য সমূহ ক্যামেরাবন্দি করে।
পরে রাঙ্গামাটির দর্শনীয় স্থান সমূহ পরিদর্শনের উদ্দেশ্যে বিশেষ করে সুভলং ঝর্ণা, জুম পাহাড়, রাজবন বিহার, পেদা টিং টিং ও ঝুলন্ত ব্রিজ দেখার জন্য বিশাল আকৃতির একটি ট্রলারে করে কাপ্তাই লেক দিয়ে দুই ধারে সবুজে ঘেরা সুউঁচু পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন লেক অতিবাহিত করে। ভ্রমনকালে উল্লোসিত সাংবাদিক সদস্যদের অনেকেই আনন্দে মাতোয়ারা হয়ে কেই গান গায়, কেউ নাচতে থাকে আবার কাউকে দৃষ্টি নন্দন দৃশ্যের ছবি ক্যামেরা বন্দি করতে দেখা গেছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে সকলে একসাথে দুপুরের খাবার শেষে ফটো সেশনে মিলিত হয় এবং সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করে। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস এর নেতৃত্বে সিনিয়র সাংবাদিকদের মধ্যে ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাদিক হোসেন মামুন, সিনিয়র সাংবাদিক এম সাদেক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তর কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, দৈনিক ডাকপ্রতিদিনের নির্বাহী সম্পাদক হাবিব আল জালাল, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম মুন্সি, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার এম এইচ মনির, মাইটিভির প্রতিনিধি জসিম উদ্দিন, টেলিভিশন সাংবাদিক আরিফুর রহমান, দৈনিক ডাকপ্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টাস মো: নুরুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন, সোহরাব সুমন, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, সালাউদ্দিন সুমন, জুয়েল খন্দকার, মারূফ আহমেদ কল্প , আশিকুর রহমান, শিপন, স্বপন, অমিত মজুমদার,সৌরভ মাহমুদ হারুন,ওমর শারিদ বিধান, কামরুল, উজ্জল প্রমূখ। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আউটডোর ফটোগ্রাফি ট্যুর সফলতা ভাবে সম্পন্ন করার স্বার্থে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য সভাপতি ওমর ফারুকী তাপস কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ মামুনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাঙ্গামাটিতে আউটডোর ফটোগ্রাফি ট্যুর কার্যক্রম সফল করতে অগ্রবর্তি টিম হিসেবে সকল ব্যবস্থাপনায় সার্বিক পরিশ্রম ও সহায়তা করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্য আশিকুর রহমান আসিক,সাইফুল ইসলাম সুমন ও সালাউদ্দিন সুমন।
Leave a Reply