নিজস্ব প্রতিবেদক:
ক্যাসিনো চালানোর অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে বিএনপি সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি। যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা ও উপজেলা পর্যায়েও চালানো হবে।’
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি একথা বলেন।যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দখল-তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই।’
তাজুল ইসলাম বলেন, ‘দুর্নীতিকে ওয়াশআউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছিল।’পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরাসহ অনেকে।
পৌর আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, তথ্য ও গবেষণা সম্পাদক অহিদ উল্লাহ মজুঃ, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, ছাত্রলীগ সভাপতি শিহাব খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, নিমাই সাহা, কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, শাহ আলম, শাহজাহান, মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, চেয়ারম্যান আবদুল আউয়াল, রুহুল আমিন, ওমর ফারুক, শহিদুল ইসলাম শহিন, আবদুর রশিদ সওদাগর, আলী আহমেদ, হারুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply