নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার জাঙ্গালিয়াস্থ ময়নামতি রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ী নি হত হয়েছে। বৃস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ দূর্ঘটনার ঘটে। নিহত সাইফুল ইসলাম নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নি হতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৪টায় বাড়ীর উদ্দেশ্যে পায়ে হেটে জাঙ্গালিয়া পুরাতন স্টেশন অতিক্রম করতেই চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় র ক্তাক্ত জ খম হয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষনা করে।
কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ মিছবাহুল আলম চৌধুরী বলেন, জাঙ্গালিয়ায় দূ র্ঘটনার বিষয়টি জানা নেই। নিহত সাইফুল ইসলাম সোহাগ জাঙ্গালিয়া স্টেশন মসজিদ সংলগ্ন হালিম এন্ড সন্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক ছেলে (৪) রেখে গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাঙ্গালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে ম রহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সদ্য বিদায়ী (ওএসডি হওয়া) অধ্যক্ষ রতন কুমার সাহার দুর্নীতির অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করার জন্য দুর্নীতি দমন কমিশন থেকে চার সদস্যের একটি দল বৃহস্পতিবার দুপুরে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবন পরিদর্শন করেছে।
কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) সহকারী পরিচালক মাহাতাব উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের ওই দলটি শুরুতেই বর্তমান অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তারা বিদায়ী অধ্যক্ষের কর্মকাল ১৫ মাসের ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছেন। তাছাড়া কলেজের কোষাধ্যক্ষ আব্দুল হান্নানের কাছেও ভুয়া বিল ভাউচার, হিসাব পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন।
চার সদস্যের দুদক টিমের প্রধান কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাতাব উদ্দিন বলেন, কলেজ অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে দুদকের ১০৬ নম্বরে একটি অভিযোগ হয়েছিলো। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য আমরা কলেজে গিয়েছিলাম। আগামী রোববার বর্তমান কলেজ অধ্যক্ষ আমাদের বিগত অধ্যক্ষ রতন কুমার সাহার সময়কার ব্যাংক বিবরণী সরবাহ করবেন। ব্যাংক বিবরণীসহ অন্যান্য ডকুমেন্টস পেলে আমরা বিশদভাবে বলতে পারবো।
নাম প্রকাশ না করার শর্তে, কলেজের শিক্ষক ও কর্মচারীরা জানান, দুপুর ১২টার দিকে দুদকের টিমটি প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হয়। পরে সরাসরি কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে এবং হিসাবরক্ষক আব্দুল হান্নানের সঙ্গে কথা বলে। দুদকের দলটি বেশিক্ষণ কলেজে ছিল না। প্রয়োজনীয় কাগজপত্রগুলো তাদের সরবরাহ করার জন্য বলে গেছে।
Leave a Reply