অনলাইন ডেস্কঃ
গত ২৯ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। এরপর থেকেই বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। আজ জন্মদিন উপলক্ষ্যে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। সুস্থ হবার পর এই অনুষ্ঠানের মাধ্যমেই অনেকদিন পর ক্যামেরার সামনে আসবেন তিনি।
শুধু এ অভিনেতাই নয় একই দিনে জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী পপির। দুই প্রজন্মের এই দুই তারকাশিল্পীকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে ‘তারকাকথন’ বিশেষ পর্ব। আজ দুপুরে চ্যানেল আই স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করা হবে। অনন্যা রুমা প্রযোজিত এ অনুষ্ঠানে পপি উপস্থিত থাকবেন স্টুডিওতে আর এটিএম শামসুজ্জামান তার বাসভবন থেকে লাইভে যুক্ত হবেন। উল্লেখ্য, ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন।
এবার পালিত হবে তার ৭৮তম জন্মবার্ষিকী। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করে ক্যারিয়ার শুরু করেন তিনি। প্রথম চিত্রনাট্যকার হিসেবে তিনি কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন বর্ষীয়ান এ অভিনেতা। এটিএম শামসুজ্জামান
Leave a Reply