অনলাইন ডেস্ক:
তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা থাকবে না। ২০২১ সাল থেকে তা কার্যকর করা হবে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে আমরা এনসিটিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। ইতোমধ্যে আমরা এবিষয়ে কর্মসূচি প্রণয়ন করেছি। ২০২১ সালে আমরা নতুন কারিকুলামে কার্যক্রম শুরু করব।
তিনি বলেন, আমরা তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা রাখব না । স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং স্কুল থেকে তাদের যে ডায়েরি দেওয়া হয় তার রিপোর্টের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।
আগামী বছর ১০০টি স্কুলে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করে দেখব। আমরা এখন ২০২১ সালের নতুন কারিকুলাম নিয়ে কাজ করছি।
যে গানটি আর গাইবেন না নোবেল; জানানেল কারণ!
অনলাইন ডেস্ক:
মাঈনুল আহসান নোবেল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক সঙ্গীতানুষ্ঠানে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গাইতে রাজি হননি। এসময় গান গাওয়ার প্রসঙ্গে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে গানটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই আমি এ গানটি আর গাইবো না।’ বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে শনিবার (৩১ আগস্ট) ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সঙ্গীতানুষ্ঠানে আশানুরূপ লোক সমাগম না হওয়ায় হতাশ হয়েছেন শিল্পীসহ আয়োজকরা। নোবেলের ‘একক সঙ্গীত সন্ধ্যা’ হিসেবে প্রচার করা হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুষ্ঠানে আরও দুজন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছেন অনেকেই। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা বিলম্বে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। জনপ্রতি ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়। আয়োজকরা চার শতাধিক দর্শক আশা করেছিলেন কিন্তু মাত্র দুইশোর মতো টিকিট বিক্রি হয়েছে বলে জানান বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যতম কর্মকর্তা সাদ চৌধুরী বাবু।
Leave a Reply