অনলাইন ডেস্ক:
বাংলাদেশের পুলিশের ৫ জেলার দায়িত্বে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন জেলায় দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলার এসপি মাহবুবুর রহমান চাঁদপুর জেলায়, ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার এসপি, গাইবান্ধার এসপি আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলায়, ডিএমপির ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা জেলায় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলায় বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
অনলাইন ডেস্ক:
ভারতে আজ সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। বিকাল ৩টায় রামপুরায় বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন।
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্লাটফরম -ডিডি ফ্রি ডিশের মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি ।
তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। খবর বাসস।
Leave a Reply