অনলাইন ডেস্ক:
অস্বাস্থ্যকর, অনিরাপদ ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে কুমিল্লা নগরীর জনপ্রিয় দুইটি ইমানিয়া ও ডায়না বেকারিকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ও ৫৩ ধারায় ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, অনিরাপদ ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে কারনে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও ভেজাল খাদ্য-বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক:
কুমিল্লায় সীমান্ত হাটের জন্য জায়গা দেখলেন দুই দেশের প্রতিনিধিরা কুমিল্লায় সীমান্ত হাট স্থাপনের জন্য জেলার চৌদ্দগ্রামে দুটি জায়গা পরিদর্শন করেছে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। বুধবার (২৮ আগস্ট) চৌদ্দগ্রাম পৌর এলাকার সেনেরখিল ও কালিকাপুর ইউনিয়নের জগতপুরে জায়গা পরিদর্শন করেন প্রতিনিধিরা। পরে তারা সেনের খিলে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিজিবি ১০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী, ভারতের পক্ষে কালেক্টর সাউথ ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী দেবাবিয়া বর্ধন, জেলা প্রেসিডেন্ট শ্রী লিবাশান দাশ, বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক রাম কুমার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম, শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ, এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, আটগ্রাম বিজিবি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লা অংশে প্রথম বর্ডার হাটের জন্য আমরা চৌদ্দগ্রামে দুটি জায়গা পরিদর্শন করেছি। আমরা একটি জায়গা নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হাট চালু হলে দুই দেশের নাগরিকরা বাণিজ্য সুবিধা পাবেন।
Leave a Reply