অনলাইন ডেস্ক:
কুমিল্লা গোমতি নদীর ব্রিজের নিচ থেকে শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু (৭৪) নামের বৌদ্ধ ভিক্ষুর ম রদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রিজ থেকে পড়ে তার মৃ ত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে দিকে কুমিল্লার বানাসুয়া এলাকার গোমতি নদীর ব্রিজের নিচের পিলারের কাছ থেকে ম রদে হটি উদ্ধার করে ছত্রখিল ফাঁড়ির পুলিশ।
নিহত শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বিচিতলা গ্রামের ভা রত চন্দ্র চাক মার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তিনি তাঁর এক ভক্তের বাসায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে তাঁর মৃ ত্যু হয়। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি বাবু অশোক বড়ুয়া জানান, হয়তো তিনি পড়ে মা রা গেছেন। অন্য কিছু হলে তার সাথে থাকা টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া যেতো না।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, তিনি হয়তো পড়ে গিয়ে পাথরে আঘাত পেয়ে মৃ ত্যুব রণ করেছেন। তার কোমড়ের ব্যাগে ১ লক্ষ ৭০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া গেছে।
অনলাইন ডেস্ক:
জামালপুরের নতুন ডিসি হলেন কুমিল্লার সন্তান মোহাম্মদ এনামুল হক।পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনামুল হকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে।
এই জেলার ডিসি ছিলেন আহমেদ কবীর। নারী অফিস সহকারীর সঙ্গে আ পত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তাকে ওএসডি করে আজ আদেশ জারি করে সরকার। এরপর অপর এক আদেশে এনামুল হককে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্তের কথা গতকাল শনিবারই জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেছিলেন, প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত হয়েছে।প্রসঙ্গত, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
Leave a Reply