অনলাইন ডেস্ক:
ইউনিসেফের তত্ত্বাবধায়নে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কুমিল্লার শিশু শিক্ষার্থীদের সাংবাদিকতায় সুযোগ পাবে। শিশুদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে। পিপি সাইজের ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিভাবকের সম্মতিপত্রসহ ২২ আগষ্টের মধ্যে নির্বাহী কর্মকর্তা, হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বরাবর আবেদন করতে হবে। ৭ম শ্রেনী থেকে একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সেখান থেকে বাছাই করে ২০ জনকে ২৩ ও ২৪ আগষ্ট কুমিল্লায় ২দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
আপনার আবেদন ফরম পূরণের পর রেজিস্টেশন নিশ্চিত করার জন্য কুমিল্লার জেলার সমন্বয়ক কাজী এনামুল হক ফারুক এর মেইলে নাম, পিতা, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নং পাঠাতে হবে। মেইল: kehcomilla@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন 01711785989/01912461212 এই নাম্বারে ।
এই পর্বে কুমিল্লার জেলায় দশজন ছেলে ও দশজন মেয়ে শিশু শিক্ষার্থী নেয়া হবে। নির্বাচিত শিশুরা দুই বছরের বিভিন্ন সময় হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সরাসরি প্রশিক্ষণ পাবে।
Leave a Reply