1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

কুমিল্লায় রাতের চিকিৎসা সেবা কেমন? অভিজ্ঞতা শেয়ার করলেন ভুক্তভোগী ম্যাজিস্ট্রেট!

  • প্রকাশ কালঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৮৯৭

অনলাইন ডেস্ক:
রাত ৩ঃ৩০। আমার স্ত্রীর হঠাৎ তীব্র পেট ব্যাথা। ও চিতকার করছিলো। খুব ঘাবড়ে গেলাম। ইমাজেন্সি এম্বুলেন্সের অনেকগুলো নম্বর নিয়ে কল করতে থাকলাম। কেউ কল ধরলনা। বড় বড় হাসপাতালের নম্বরে কল দিলাম। কেউ ধরলোনা। একজন দয়া করে এম্বুলেন্সের কল ধরে জানালেন তার এম্বুলেন্স ঢাকায়। পাওয়া গেলোনা। আমার মোটামুটি সব ড্রাইভারকে কল দিলাম। ধরলোনা। অসহায় অবস্থায় বাচ্চাকে ঘুম থেকে তুলে আমার স্ত্রীকে নিয়ে হাটা দিলাম ফাকা রাস্তায়।

কিছুদূর গিয়ে একটা সিএনজি পেলাম। উনি যেতে রাজী হলেন। গেলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ইমাজেন্সি তখন ঘুমোচ্ছে। অনেক কষ্ট করে ডিউটি ডাক্তার সাহেবের ঘুম ভাঙানো হলো। উনি কাগজে লিখে দিয়ে ৪ তলায় ৪১৭ নম্বর ওয়ারডে যেতে বললেন। গেলাম। ওখানে ১৫ মিনিট কাওকে পেলাম না। অবশেষে এক সিস্টার বা আয়া এমন কেউ এলেন। জানলাম ডাক্তার সাহেব ঘুমোচ্ছেন। পাক্কা আধা ঘন্টা ধরে দরজা নক করার পর উনি এলেন। দেখলেন। তারপর ব্যাবস্থাপত্র লিখতে গিয়ে দুটো কলমই কালি-শুন্য পেলেন। আবার গেলেন তার কক্ষে। গিয়ে ফিরলেন আরো ১০/১২ মিনিট পর। এদিকে বেশ কয়েকজন রোগী জমে গেছে। অবশেষে আমার স্ত্রীর ব্যবস্থাপত্রে ওষুধ লিখলেন- এলজিন ইঞ্জেকশন, নরমাল স্যালাইন আর খাবার স্যালাইন। মজার বিষয় হলো ডাক্তার সাহেব সাথে অতিরিক্ত দুটো স্লিপ ধরিয়ে দিলেন। (ছবি সংযুক্ত)


স্লিপ-০১ঃ ৭টি টেস্টের নাম
স্লিপ-০২ঃ বাদুরতলার শেফা ও আজাদ ক্লিনিকের নাম।
মুখে বলে দিলেন এই টেস্টগুলো যেন ওখান থেকেই করাই। অনেকটা আদেশের মতো। আমি ভেজা বিড়ালের মতো বললাম, জি আচ্ছা।

এর মাঝে কথা হলো দেবিদ্বার থেকে আসা এর ডেঙ্গু আক্রান্ত রোগীর সজনের সাথে। তার মহিলা রোগীর প্লাটিলেট কমেই চলছে। এ নিয়ে উদবিগ্ন। কিন্তু মজার বিষয় হলো রোগীর ওয়াডে কোন ডাক্তার নেই। ডাক্তার আসবেন সকালে অথবা আরো পরে। (সেই লোকের ভিডিও ইন্টারভিউ সংযুক্ত)।

পরে আমার স্ত্রীকে নিয়ে চলে এলাম। ইঞ্জেকশন্টা একটা বেসরকারী ক্লিনিকে গিয়ে পুশ করালাম।

উপলব্ধি-০১ঃ গরীবের জন্য কোন চিকিৎসা নেই

উপলব্ধি-০২ঃ ডেঙ্গু নিয়ে প্রান্তিক লেভেলে সরকারের নির্দেশনা কতটা ফলো করা হচ্ছে তা ভেবে দেখার আছে।

উপলব্ধি-০৩ঃ আমাদের স্বাস্থ্য সেবা ২৪ ঘন্টার নয়, বরং ব্যক্তি বা প্রতিষ্ঠানের (সরকারী/ বেসরকারী) দায়িত্বশীলদের মর্জি মোতাবেক নির্ধারিত সময়ে।

উপলব্ধি-০৪ঃ অধিকাংশ বেসরকারী ক্লিনিক কেবল সকাল সন্ধ্যা দোকান খোলে। ব্যবসা শেষে দোকান বন্ধ। রোগী জাহান্নামে যাক। যা আইনত দন্ডনীয়। ক্লিনিকে অবশ্যই ইমার্জেন্সি ডাক্তার থাকা বাধ্যতামূলক।

উপলব্ধি-০৫ঃ যত দায় আমাদের।

রমজানে ভেজাল খাদ্য প্রতিরোধ কর সকাল সন্ধ্যা

রাত জেগে পাবলিক পরীক্ষার ব্যাবস্থাপনা কর

ঘুম হারাম করে দূর্যোগ মোকাবেলা কর

ইলেকশানে টানা রাত জেগে কাজ কর

ঈদে নির্বিঘ্নে জনসাধারণের বাড়ী যাওয়া নিশ্চিত কর

জাতীয় দিবসের প্রস্তুতিতে অঘুম রাত কাটাও

বিশেষ সংকটে জেগে থাকো রাতের পর রাত আর খেটে যাও সংকট মোকাবেলায়।

মেডিকেল সেক্টরের জন্য করুণা। স্রষ্টা হেদায়েত দানব করুণ। আমিন।

ফেসবুক থেকে নেওয়া…
ইমদাদুল হক প্লাবন
নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা জেলা প্রশাসন

পোস্ট লিংক: https://m.facebook.com/story.php?story_fbid=10219940345888402&id=1514749371

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews