অনলাইন ডেস্ক:
কুমিল্লার বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।শনিবার জেলা টাউন হল মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির হাতে ফুল দেন যোগদানকারীরা। যোগদানকারীরা সবাই কুমিল্লা সদরের পাঁচথুবী ইউপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
পাঁচথুবী ইউপি যুবদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদের নেতৃত্বে সোহেল, হেলাল, বাপ্পী, নয়ন, দেলোয়ার, রুহুল আমীন, শরীফ জসিম ও ইউপির সাবেক ছাত্রদল নেতা পারভেজ লস্কর, খোরশেদ আলমসহ প্রায় শতাধিক নেতাকর্মী ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, স্লোগান দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আওয়ামী লীগ গরিব ও দুস্থদের টাকা খেয়ে রাজনীতি করে না। সব স্তরের মানুষের কথা চিন্তা করে। যতবার নির্বাচিত হয়েছি, কুমিল্লার উন্নয়নের কথা চিন্তা করেছি। বিপদগ্রস্ত মানুষের কথা ভেবেছি। ফলে যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। আমরা তাদের গ্রহণ করছি
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার ও পাঁচথুরী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহুলুলসহ স্থানীয় নেতারা।
অনলাইন ডেস্ক:
পনের লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হ ত্যার পর গু মের অভি যোগ ওঠে স্বামী ইসমাইল হোসেন মজুমদার রিপনের বিরু দ্ধে। আর এ অভিযোগে রিপনসহ তার পরিবারের সদস্যরা মাম লার ঘানি টানছেন।অথচ সেই স্ত্রী বিবি মরিয়ম জান্নাত (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অন্য এক যুবকের সঙ্গে দিব্যি ঘর-সংসার করছেন। বৃহস্পতিবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৮ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিবি মরিয়ম জান্নাতের সঙ্গে ইসমাইল হোসেন মজুমদার রিপনের বিয়ে হয়।
জানা গেছে, ফেনীর ছাগলনাইয়া থানার জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ির মোশাররফ হোসেনের বড় মেয়ে মরিয়ম। আর পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার ইসলামপুর গ্রামের হাজী আবদুস সোবহানের ছেলে রিপন।
এদিকে সম্প্রতি ফেসবুকে চাঁদপুরের কচুয়ার ব্যবসায়ী মো. আবিরের সঙ্গে পরিচয় হয় জান্নাতের। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গেল ৮ অক্টোবর গোপনে ১৬ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান জান্নাত। পরে অনেক খোঁজাখুঁজির পরও জান্নাতকে না পেয়ে রিপনের পরিবার বিষয়টি এসপিকে অবহিত করে। পরে এসপি কার্যালয়ের এএসআই মো. আবদুল মতিন উভয় পরিবারকে ২১ অক্টোবর সকাল ১০টায় হাজির থাকার নির্দেশ দেন। তবে জান্নাতের পরিবার সেদিন হাজির না হয়ে ১৭ অক্টোবর তাকে হ ত্যা করে মরদেহ গুমের অভিযোগ এনে ফুলগাজী থানায় মামলা করে। এতে ইসমাইল হোসেন মজুমদার রিপন, তার বাবা হাজী আবদুস সোবহান মজুমদার, মা সামছুন নাহার ও নিকটাত্মীয় মো. মহিউদ্দিন মজুমদার সোহাগকে আ সামি করা হয়।
পরে মো. মহিউদ্দিন মজুমদার সোহাগকে গ্রেফ তার করে পুলিশ। অন্য আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জান্নাতের সন্ধান জানা যায়। পরে বৃহস্পতিবার ফুলগাজী থানার এসআই অনাবিক চাকমার নেতৃত্বে চাঁদপুরের কচুয়া থেকে জান্নাতকে উ দ্ধার করা হয়।
ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাতকে মামলার ২৯ দিন পর চাঁদপুরের কচুয়া থেকে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply