অনলাইন ডেস্ক:
বুধবার সকালে কুমিল্লা জেলা ম্যাটস শিক্ষার্থীদের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে ম্যাটস থেকে পাসকৃত ডিএমএফ ডিগ্রি ধারী ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন সহ চার দফা দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে কুমিল্লা প্রেসক্লাবের সামনে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন তাদের চার দফা দাবি ন্যায দাবী, প্রধান মন্ত্রীর নিকট তাদের জোর আবেদন তিনি দাবি সমূহ যেন সদয় দৃষ্টি দেন। বক্তারা আরও বলেন আমদের দাবি সমূহ বাস্ত বায়ন না হওয়া পর্যন্ত ক্লাশে ফিরে যাবে না। দাবি সমূহ হল বঙ্গবন্ধু প্রথম পঞ্চবাষির্কী অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে। মেডিকেল এ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে।
দশম গ্রেডে কমিউনিটি ক্লিনিক ম্যাটস পাসকৃতদের পদের সৃষ্টি ও পদায়ন করতে হবে। ইন্টার্নশিপের ভাতা প্রদান করতে হবে। বক্তারা হলেন ম্যাটস কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি প্রত্যুস্য চক্রবর্তী,ম্যাটস শিক্ষার্থী মোঃ গাজী রায়হান মোঃ আবু কাউসার, মোঃ মনির হোসেন, আফরিন আক্তার, তানিয়া আক্তার, মোঃ শাকিল আহম্মদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পালন শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থী স্মারক লিপি প্রদান করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর ও কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃমজিবুর রহমান নিকট প্রদান করেন।
Leave a Reply