অনলাইন ডেস্ক:
সড়ক দুর্ঘটনাকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভিটা ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক উল্টে তিনজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়টি গরু মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার লাঠিমা গ্রামের খোকন মিয়া (৪০), একই গ্রামের সামিউল (৪৫) ও সিরানন্দী গ্রামের আনোয়ার হোসেন (৪২)।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, ঝিনাইদহ থেকে গরুবাহী একটি ট্রাক চৌদ্দগ্রামের উদ্দেশে আসছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের ভিটা ওয়ার্ল্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মারা যায় ছয়টি গরুও।
নাঙ্গলকোর্টে দুই শ্রমিক নি,হত
(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোটে নবনির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ে লাগানো বাঁশের খুঁটি খোলার সময় দুই নির্মান শ্রমিকের ম ‘ত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চৌগুরী গ্রামের শাহাজানের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আবুল কালাম (২৫) একই গ্রামের হাবিব উল্লাহর ছেলে এবং মোঃ ইয়াছিন মিয়া পাশের নাওগোদা গ্রামের আবুল কাসেম (২০)।
এ ঘটনার আতঙ্কে বাড়ীর মালিক শাহাজাহান অজ্ঞান হয়ে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীরা জানায়, নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী শাহাজাহানের নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকির চুক্তিতে কাজ করছেন একই গ্রামের মৃ’ত ছায়েদ মিয়ার ছেলে ঠিকাদার মহিন উদ্দিন। তার অধীনে শ্রমিকের কাজ করতেন নি’হত দুই শ্রমিক। আজ মঙ্গলবার দুপুরে ওই বাড়ীর সেপটিক ট্যাংকের বাঁশের খুঁটি সরানোর সময় দুই শ্রমিক অ’জ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাবো।
Leave a Reply