অনলাইন ডেস্ক:
কুমিল্লা সরকারি কলেজের এক মাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার স্বাধীনতাত্ত্বোর এই প্রথম কুমিল্লা জেলার কোন দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। আজ ২০ জুলাই বাংলাদেশ থেকে ভারতের উদ্দ্যশ্যে রওনা হবেন থিয়েটারের ১১জন নাট্যকর্মী, দলের অভিভাবক হিসেবে সাথে থাকবেন শাহজাহান চৌধুরী।
২২জুলাই পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে মঞ্চস্থ করবে নাটক “জন্মা”। নাটকটি নির্দেশনা দিয়েছেন আতিকুর রহমান সুজন এবং সহ নির্দেশনায় আছেন আশিক পায়েল।
কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম বলেন- “মঞ্চ জীবনের কথা বলে” এই স্লোগান কে আঁকড়ে ধরে সংগঠনটি বিগত ৮বছর কুমিল্লা সরকারি কলেজ সহ কুমিল্লা জেলায় প্রশংসনীয় ভাবে সংস্কৃতি চর্চা করে ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ১৪টি নাটকের প্রায় ৫০টি প্রদর্শনী করেছেন কুমিল্লা কলেজ থিয়েটার।
কুমিল্লা কলেজ থিয়েটার এর জন্মা নাটকের টিমকে অভিনন্দন জানান সম্মিলিত নাট্যজোট কুমিল্লার প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী, সভাপতি মাহফুজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক রিপন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নাট্যজোটের সভাপতি জানান কুমিল্লার ইতিহাসে এবারই প্রথম কুমিল্লা কলেজ থিয়েটার পশ্চিমবঙ্গে নাটক করতে যাচ্ছে সেটা অবশ্যই কুমিল্লার নাট্যপ্রেমী ও সংস্কৃতি কর্মীদের কাছে গর্বের বিষয়। কুমিল্লাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জোট সভাপতি।
Leave a Reply