নিজস্ব প্রতিবেদক
সাফল্যের ধারা অব্যাহত রেখেছে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। এ বছর এইচএসসিতে পাসের হার ৯৮ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। জানা যায়, এ কলেজ থেকে ২৯৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৮৮ জন পাশ করেছে। অকৃতকার্য ৬ শিক্ষার্থীর মধ্যে দুই জন অসুস্থতার কারণে সব পরীক্ষায় পারেনি। অপর চার জন ছিল অনিয়মিত পরীক্ষার্থী।
কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক জানান,গুনগত শিক্ষা নিশ্চিত করার জন্য কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ পরিবার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। একবিংশ শতাব্দির আজকের দিনে ভালো ফল অর্জনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবককে বাস্তবমূখি ভূমিকা রাখতে হবে। সাফল্য অর্জনের পূর্ব শর্ত টিম ওয়ার্ক। আমরা অভিভাবকবৃন্দকে সাথে নিয়ে শিক্ষার্থীদের আরো ভালো ফল অর্জনে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করব।
জানা যায়,শিক্ষামন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কুমিল¬া শিক্ষাবোর্ডের অর্থায়নে পরিচালিত কুমিল¬া শিক্ষাবোর্ড মডেল কলেজ ২০০৮ সালে যাত্রা শুরু করে। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর কলেজটিকে জাতীয়করণ করে সরকার। কলেজটি সূচনালগ্ন থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় কুমিল্লার খ্যাতনামা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয় এবং প্রতিবছর বিভিন্ন পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রাখছে। এছাড়া ক্রীড়া,সংস্কৃতি ও বিভিন্ন অলিম্পিয়ার্ড প্রতিযোগিতায়ও বেশ সাফল্যের স্বাক্ষর রেখে আসছে কুমিল¬া শিক্ষাবোর্ড মডেল কলেজ। ২০১৮ ও ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।
Leave a Reply