অনলাইন ডেস্ক:
মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক মাসুদ আলম। গত বছরের ৩০ মে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক অভিযুক্তকারী ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন। ওই মানহানি মামলায় তিনি দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে হয়রানির শিকার হয়েছেন।
এ হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে তিনি গত ২০ জুন বেকসুর খালাস পেয়েছেন। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন কুমিল্লা বারের তরুণ আইনজীবী এড. আশিকুর রহমান ভূঁইয়া জুয়েল। সাংবাদিক মাসুদ আলম অনলাইন মিডিয়া বাংলাট্রিবিউন, ইংরেজি দৈনিক ঢাকাট্রিবিউন ও কুমিল্লার জনপ্রিয় দৈনিক আমাদের কুমিল্লায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে দেশের জনপ্রিয় অনলাইন মিডিয়া বাংলাট্রিবিউনে “কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা শীর্ষ মাদক ব্যবসায়ী দাবি পুলিশের, এলাকাবাসী বলছে ‘খুচরা বিক্রেতা” শিরোনামে নিউজ প্রকাশের পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক আওয়ামী লীগ নেতা মানহানির দাবি তুলে ওই মিথ্যাটি দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘ একবছরের অধিক সময় হয়রানি শেষে গত ২০ জুন আদালত ওই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন।
Leave a Reply