অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।শনিবার বিকালে গণনা শেষে এই টাকার হিসাব পাওয়া যায়। দান সিন্দুকে বিপুল পরিমাণ নগদ এই টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
এর আগে সকাল ৯ টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮ টি দান সিন্দুক খোলা হয়। সর্বশেষ গত ১৩ এপ্রিল দান সিন্দুকগুলো খোলা হয়েছিল। তখন এক কোটি ৮ লাখ ৯ হাজার ২শ টাকা পাওয়া গিয়েছিল।
বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জানা গেছে, টাকা গণনা কাজ তদারকি করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন ও মীর মো. আল কামাহ তমাল। এছাড়া কমিটির সদস্য হিসেবে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ টাকা গণনা কাজ তদারকি করেন।
Leave a Reply