অনলাইন ডেস্ক:
রয়েল কোচ পর এবার উল্টে গেল দ্রতু গতির তিশা পরিবহনের একটি যাত্রীবাহী । ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার বড় গোবিন্দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাসের বেপোরায়া গতির কারনে ব্রেকফেল হয়ে আশংকাজনক ৩জন সহ আহত ৩০জন ।
বৃহস্পতিবার বিকেল প্রায় ৪.৪০ মিনিটে বেপোরায়া ভাবে চালানোর কারনে বাসটিকে দুর্ঘটনার কবলে পরতে হয় । প্রতোক্ষদর্শী কাজী সোহেল জানায়, গাড়িডা খুব তারাতারি আইতাছিলো । হঠাৎ দেহি ডাইন দিকের আইলেন এর উপরে উডাইয়া দিয়া বাম দিকে পইরা গেছে । তখন আমরা দৌড়াইয়া আইছি । গাড়িতে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসার পর বেপোরায়া গতির কারনে কয়েকবার এক্সিডেন্ট হইতে গিয়েও হয়নি, তারপরও তিনি গাড়ির স্পিড কমান নাই ।
আরেক যাত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, ড্রাইভার খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছিলো । উনি খুব দ্রুতগতি সহ এলিয়ে দুলিয়ে গাড়ি চালাচ্ছিলো । তাই এখন আমাদের এই অবস্থা ।
হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং বাসের বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত জনতার সাহায্য নিয়ে হাসপাতেল পাঠাই
এদিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ জন যাত্রী নিয়ে খাদে দ্রুত গতির রয়েল কোচ যাত্রীবাহী বাস। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার ইলিয়টগঞ্জের টামটায় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই মহিলা যাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় ২৫ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ঘটনার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার শুরু করে । পরবর্তী খবর পেয়ে পুলিশ ও উদ্ধার অভিযান পরিচালনা করে। বাসিটি ডোব তেকে উঠানো হচ্ছে।
Leave a Reply