অাবু সুফিয়ান রাসেল:
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে হালু হয়েছে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি। গত ২৩ এপ্রিল আউটডোর ও ২০ জুন ইনডোরে এ সেবা চালু করা হয়। ওসিসিতে সহিংসতার শিকার নারী ও শিশুদের বিনা মূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
এখানে নির্যাতিত নারী ও শিশুরা স্বাস্থ্য সেবা, আইনি সহায়তা, পুলিশী সহায়তা, ফরেনসিক ডিএনএ পরীক্ষা, মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক সেবা, পুনর্বাসন ও শেল্টার হোম সেবা বিনা মূল্যে গ্রহণ করতে পারবেন। কুমিল্লা ওসিসি কুমেক হাসপাতালের জরুরি বিভাগের পঞ্চম তলায় অবস্থিত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের অধীনে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি) চালু করা হয়েছে।
ওসিসিতে ৪ জন ডাক্তার, ৪ জন পুলিশ(২জন এস আই আর ২ জন কনস্টেবল) , ৬ জন নার্স, ও আইন কর্মকর্তা, মনোসামাজিক কাউন্সেলর, কম্পিউটার অপারেটর ও ৪ জন অফিস সহায়ক থাকবে।
কুমেক ওসিসি আইন কর্মকর্তা এডভোকেট ফয়সাল আহমেদ সাব্বির জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুরা স্বাস্থ্য সেবা, আইনি সহায়তা, পুলিশী সহায়তা, ফরেনসিক ডিএনএ পরীক্ষা, মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক সেবা, পুনর্বাসন ও শেল্টার হোমসহ প্রয়োজনীয় সেবাসমূহ বিনা মূল্যে গ্রহণ করতে পারবেন।
ইতোমধ্যে সেবা প্রদানের জন্য কুমেক ওসিসি পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। কুমেক হাসপাতাল পরিচালক ডা. স্বপন কুমার অধিকারি বলেন, গাইনি বিভাগে সেবা প্রদান করা হতো। এখন একই সাথে সকল সেবা নিরাপত্তার সাথে ওসিসিতে পাবে। প্রাথমিক ভাবে ১০টি শয্যা রাখা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে।
Leave a Reply