(মো. তপন সরকার, হোমনা)
কুমিল্লার হোমনায় বিভিন্ন মসজিদ ও মন্দির আর্থিক অনুদান টাকা বিতরণ করলেন- কুমিল্লা২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।
আজ শনিবার বিকালে উপজেলা আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি সংসদ সদস্যর নিজ বাসভবনে বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা মন্দির, এতিম খানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজের উন্নয়নের জন্য কমিটির হাতে ২০ হাজার করে মোট তিন লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, ভাষানিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. আকবর হোসেন সরকার।
হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূইঁয়ার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো.নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহবায়ক মো. ফয়সাল সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply