অনলাইন ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের আয়োজনে শনিবার কুমিল্লা ক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচে অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,১৯৭১ঃ গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এর সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড.মুনতাসীর মামুন।
গত ফেব্রুয়ারি-মার্চ মাসে কুমিল্লা অজিতগুহ কলেজে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে অর্ধশত প্রশিক্ষনার্থী অংশগ্রহন করলেও মোট ২৬ জন প্রশিক্ষনার্থী তাদের গবেষনাপত্র জমা দেন এবং তারা সনদ প্রাপ্ত হন। অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষনার্থীদেরকেই সনদের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার প্রদান করেন আয়োজকবৃন্দ।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,ড. মাহবুবুর রহমান, ড. শহীদ কাদের ও অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
Leave a Reply