বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট:
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পিতা এ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলীর ১ম মৃত্যু বার্ষিকী হয়েছে। গতকাল শুক্রবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামে নিজ বাড়ীতে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে কুরআন খতম, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
প্রধান বিচারপ্রতি সৈয়দ মাহমুদ হোসেন উপস্থিত থেকে তার পিতার কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো: জাকির হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো: আলী আকবর, কুমিল্লা জেলা পুলিশ সুপার বিপিএম বার পিপিএম সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক রফিকুল হোসেন, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভুঁইয়া সাংবাদিক মুজিবুর রহমান মোল্লা, বারী উদ্দিন আহমেদ বাবর ও কাউছার আলম মিয়াজী প্রমূখ।
পরে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার নের্তৃত্বে বটতলী ইউপি চেয়ারম্যান এনকেএম সিরাজুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান ও বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান মজুমদার এবং উপজেলা ছাত্রলীগেরর পক্ষে সভাপতি আবদুর রাজ্জাক সুমন ও ওমর ফারুক মামুন প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply