অনলাইন ডেস্ক:
কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দ্রুত গতির বাস উঠে গেল মাইক্রোবাসের উপর । এ ঘটনায় মাইক্রোবাস চালক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে তার নাম সোহরাব। সোমবার দুপুর দেড় টায় সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা দাউদকান্দি থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাক্রোবাসকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাস চাপায় চালক নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার এএসআই ডালিম কুমার বড়ুয়া জাগো কুমিল্লা.কমকে জানান, বাসটি অতি দ্রুতগতির ছিল তাই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের উপরে উঠে যায়। খবর পেয়ে আমরা ও ফায়ার সাভির্স কর্মীরা তাৎক্ষণিক ভাবে এসে মাইক্রোবাসের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করি।।
তিনি আরও বলেন, বাসের যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। এঘটনায় মাইক্রোবাস চালক নিহত হয়েছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস ময়নামতি হাইওয়ে থানা নেওয়া হয়েছে।
Leave a Reply