( জাগো কুমিল্লা.কম)
আন্তজার্তিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে রোববার সন্ধ্যায় সুবিধা বঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট এপে.শাহাজাদা এমরানের সভাপতিত্বে আয়োজিত ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লার আজীবন সদস্য এপে. ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ।
কুমিল্লা নগরীর ঢুলিপাড়াস্থ নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার অর্ধশত শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে মৌসুমী ফল আম, লিচু ও আনারস বিতরণ করা হয়। রোববার বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রেদওয়ান হোসেন, এপেক্স বার্তার সম্পাদক ও এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে.হাবিবুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি এপে.মাহমুদুল হাসান পাশা, সাবেক সভাপতি এপে.অধ্যাপক মিজানুর রহমান,বর্তমান বর্ষের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শাহরিয়ার জামান, সেক্রেটারি এপে.এড. মোহাম্মদ আলী টিপু,সার্ভিস ডিরেক্টর এপে.এড.মাহবুবুর রহমান, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবুল খায়ের,হাফেজ রিয়াজুল ইসলাম প্রমুখ।
ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এপেক্স ক্লাব অব কুমিল্লার আজীবন সদস্য এপে. ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে প্রতি বছরই এপেক্স ক্লাব অব কুমিল্লা মৌসুমী ফল বিতরণ করে থাকে। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, বছরের একটি দিন যেন আমরা সুবিধা বঞ্চিত শিশুদেরকে মৌসুমী ফল খাইয়ে দিয়ে তাদের আনন্দের সাথে আমরাও শরিক হতে পারি।
Leave a Reply