(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বেলায়েত হোসেন এর কন্যা বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোসাম্মাৎ রাজিয়া সামসাদ মায়ার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে।
শনিবার (১৫ জুন) বাদ আছর বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা পরিষদের সাবেক প্রথম চেয়ারম্যান ও স্থগিতকৃত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.পারভেজ হোসেন সরকার, উত্তর জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আব্দুল বাতেন, অধ্যাপক মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি।
সাংগঠনিক সম্পাদক জানে আলম জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক মোঃ নুর নবী চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.সালাহ উদ্দিন সরকার, সাতানী ইউনিয়ন চেয়ারম্যান মো.শামসুল হক, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.বাবুল হোসেন, কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ইউসুফ চিশতি, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আজমল সরকার, সাংগঠনিক সম্পাদক মো.আমির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া।
সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো.ওমর ফারুক, মো.আজাহার খান, উপজেলা যুবলীগ নেতা মো.মান্নান, বীর মুক্তিযোদ্ধা জিএম মোশারফ হোসেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোকলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী শিক্ষক শাহ জামান শুভ, মামুনুর রশিদ মামুন,মো.আজম উদ্দিন, কামরুজ্জামান, মো.সুমন, মো.এনামুল হক, মো.দেলোয়ার হোসেন, মো.মাসুদ, মাওলা আব্দুল খালেক মিয়াজি, বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো.কামাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো.শাখাওয়াত হোসেন, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.সিদ্দিকুর রহমান মেম্বার,মো.তোফায়েল হোসেন সিকদার প্রমুখ। জানাজা শেষে বিদ্যালয়ের সামনে বাবা ও মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার ফুফাতো ভাই মো.স্বপন ও মুনাজাত পরিচালনা করেন স্কুল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান। উল্লেখ্য, তিনি গত শুক্রবার রাতে ঢাকার বিআরবি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্বামী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply