অনলাইন ডেস্ক:
হত্যা মামলাসহ ছয়টি মামলার আসামির বাড়িতে পুলিশ হাজির। এই টের পেয়ে উপস্থিত বুদ্ধি বের করলেন আসামি ইউপি সদস্য। গ্রেফতার এড়াতে ঘরে থাকা আলমারির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে পড়লেন তিনি।
তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতার জয়দল হোসেন ওই গ্রামের আবদুল গফুরের ছেলে। তিনি সিদলাই ইউপির সদস্য।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, গ্রেফতার এড়াতে আলমারির ভেতরে বিশেষ কায়দা লুকিয়ে পড়েন ইউপি সদস্য। পরে পুলিশ তল্লাশি করে তাকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে খোরশেদ হত্যা মামলা, নাশকতা পরিকল্পনার মামলা, বাড়ি-ঘর আগুন দিয়ে পোড়ানোসহ ছয়টি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply