অনলাইন ডেস্ক:
ক্যান্সার আক্রান্ত শিশু প্রতিম এর অসহায় বাবার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটি। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে সিপিএসের সভাপতি ইমন রেজার আহবানে সিপিএসের নতুন এক্সিকিউটিভ কমিটি ও কয়েকজন ফটোগ্রাফারের সহযোগীতায় । সোমবার
দুপুর বেলা ২টায় কুমিল্লা ২৪ ডট টিভির অফিসে শিশু প্রতিমের বাবা গৌবিন্দের হাতে নগদ অর্থ তুলে দেন এক্সিকিউটিভ কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ২৪ এর সিইও কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির সহ সাধারন সম্পাদক ইসরাফিল মোল্লা, কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির সহ সাংগঠনিক সম্পাদক ও গোমতি ডিজিটাল সাইনের স্বত্ত্বাধিকারী এমরান হোসেন বাপ্পি।
কুমিল্লা ২৪ এর বার্তা প্রধান রহমত খন্দকার পলাশ, কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার সাকিবুল হাসান মিয়াজী, কুমিল্লা ২৪ এর অফিস স্টাফ মুন্সি মিনহাজ, ও কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির সভাপতি ইমন রেজা। অনুদান হাতে পেয়ে শিশু প্রতিমের বাবা কুমিল্লা ফটোগ্রাফীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply