কুমিল্লা জেলা শহরের শিল্পকলা একাডেমীতে আয়োজিত হয়ে গেল “ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা”। প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর উপর ভিত্তি করে ৩টি ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে কুমিল্লা জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ৯০০-এরও বেশী শিক্ষার্থী। প্রতিটি বিভাগে ৩ জন করে মোট ৯ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।
ডেনমার্ক-এর বিখ্যাত স্ন্যাক ব্র্যান্ড ‘ড্যান কেক’ এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা করে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতাটির উদ্বোধন করেন ড্যান কেক বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং জনাব মিনহাজ হোসেন। প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর সেলিনা রহমান, বিভাগীয় প্রধান (অবঃ), বাংলা বিভাগ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা; জনাব বশীর উল আনোয়ার, জেলা কালচারাল অফিসার (অবঃ), কুমিল্লা; জনাব জাহাঙ্গীর, প্রতিভা চারুকলা কেন্দ্র এবং জনাব মোঃ শাহীন, চারুকলা প্রভাষক, ইস্পাহানি স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ জামাল নাছের। তিনি এইরকম একটি আয়োজনের জন্য ড্যান কেক-কে ধন্যবাদ জানান ও সকল প্রতিযোগীকে উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জবাব আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা; বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, সাবেক জেলা কালচারাল অফিসার কুমিল্লা; সৈয়দ আয়াজ মাবুদ, জেলা কালচারাল অফিসার, কুমিল্লা।
ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শেষ হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা রাকিবা ইসলাম ঐশী।
উল্লেখ্য, ডেন ফুডস লিমিটেড ড্যান কেক এ/এস, ডেনমার্ক এবং পান্ডুঘর লিমিটেড-এর একটি যৌথ উদ্যোগ যার পূর্ণ কার্যক্রম ২০১৫ সালে বাংলাদেশে শুরু হয়েছে। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিইয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকস- এর মাধ্যমে ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন নতুন সংযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকস প্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে।-প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply