নিজস্ব প্রতিবেদক
“ঐতিহাসিক মুজিবনগর দিবস দেশপ্রেমের চেতনায় উজ্জিবিত হওয়ার প্রেরনা জোগায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাঙ্গালী জাতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারন বাংলাদেশ আজ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে চলেছে। সেদিন মুজিবনগরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সরকার যে স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার সরকারের ভিশন বাস্তবায়নে আমাদের সন্তানদের দেশপ্রেমের চেতনাকে লালন করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ”
গতকাল বুধবার কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এসব কথা বলেন।
আয়োজন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদরে সম্পাদক লুৎফুর নাহার লাকী, ইতিহাস বিভাগের প্রভাষক মো. রাজিবুল ইসলাম,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক মুহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুকারু কলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ। বক্তারা মুজিবনগর সরকারের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।তারা মুজিবনগর সরকারের গঠন, যুদ্ধকালীন কার্যক্রম বিশেষত-নিয়মিত ও অনিয়মিত বাহিনী গঠন, সেক্টর ব্যবস্থাপনা, কূটনৈতিক কার্যক্রম দ্বারা বিশ্বজনমত সৃষ্টি, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় মুজিবনগর সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা দিক তুলে ধরেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে সঠিকপথে পরিচালনা করে দেশমাতৃকাকে দখলদার বাহিনীর হাত থেকে মুক্তকরণে মুজিবনগর সরকারের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক ।
Leave a Reply