(মাহফুজ বাবু, বুড়িচং)
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ফরিজপুর এলাকায় জমি বিরোধের জেরে রাসেল (১৯) নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।
নিহতের পিতার নাম মৃতঃ ইব্রাহিম মিয়া। সে ফরিজপুর রামপাল এলাকার কূলু বাড়ির বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন লাশের সাথে কুমেক হাসপাতালে অবস্থানকারী ফরিজপুর রোজ গার্ডেন এর স্বত্বাধিকারী হাবিব।
বুড়িচং থানার দেবপুর ফাড়ির ইনচার্জ ইউসুফ ফসিউজ্জামান বলেন , বিকেলে দুজন মহিলা ফাড়িতে জমি বিরোধ নিয়ে মারামারির বিষয়ে অভিযোগ করেছেন । একজন আহত বলে শুনেছি তবে মৃত্যুর খবর এখন শুনলাম। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে।
Leave a Reply