রবিউল হোসেন,কুমিল্লা ।।
ফেনীর নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রত গ্রেফতার ও ফাঁসির দাবিতে কমিল্লায় মানববন্ধন করেছে কয়েকটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১১এপ্রিল) বিকালে কুমিল্লা কান্দিরপাড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ দাবি জানান।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসেও নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যায় জড়িতদের দ্রত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে। নগরী প্রাণ কেন্দ্র কান্দিরপাড় এলাকায় মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি(সনাক) সহ কয়েকটি প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীতাহানির অভিযোগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
গত ৬এপ্রিল (শনিবার) সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।
Leave a Reply