নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সাহসী ও চৌকস এস আই নূর আলমের বুদ্ধিমত্তায় সাভারের আলম নগর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামী খোরশেদ আলম (৩২) গ্রেপ্তার।
জানা যায়, গত বছর জুনের ২৭ তারিখ জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকার শৃকাইল গ্রামের সাইদুর রহমান কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় নিহতের ভাই মোবারক হোসেন কে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিবেশী দুর্বৃত্তরা। পরে এঘটনায় জড়িত ১২ জনের নামে মামলা করে ভুক্তভোগী পরিবার। হত্যাকান্ডের পর আত্মগোপন করে আসামীরা।
এলাকার বাইরে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামীদের কোন ভাবেই খুজে পাচ্ছিলো না পুলিশ। গত ৮তারিখ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে একজন আসামী সাভারের একটি গার্মেন্টসে চাকরি করছে। তাৎক্ষণিক সাভারের উদ্দেশ্যে রওনা হয় এস আই নূর আলম। আসামীর বাসা বাড়ির অবস্থান জানা না থাকায় গার্মেন্টস কর্মীর ছদ্মবেশ ধারন করে সাভারের আলম নগর এলাকার গার্মেন্টসটিতে চাকরি নেয় এস আই নূর আলম। এরপর আসামীকে সঠিকভাবে শনাক্ত করতে পরপর দুদিন কাজ করেন গার্মেন্টসটিতে। গতকাল বিকেলে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর গার্মেন্টস গেইটে জাপটে ধরে হত্যা মামলার আসামীকে হাতকড়া পড়িয়ে নিয়ে আসেন বাঙ্গরা বাজার থানায়।
এস আই নুর আলম জানান, আসামী অনেক ধূর্ত দীর্ঘদিন আত্নগোপন করে সাভার এলাকার একটি গার্মেন্টসে চাকরি করছিলো। গোপন খবর পেয়ে গার্মেন্টস কর্মীর ছদ্মবেশে দুদিন অবস্থানের পর সাইদুর হত্যা মামলার অন্যতম আসামী শৃকাইল গ্রামের মৃতঃ মুন্নাফ মিয়ার ছেলে খোরশেদ আলম কে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামীকে আদালতে সোপর্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় এ পর্যন্ত ২ জন কে আটক করা হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। আশা করছি খুব দ্রুত সকল আসামীকে গ্রেপ্তার করতে পারবো।
Leave a Reply