( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা নগরীতে দিনভর তীব্র যানজটে দিশেহারা হয়েছে পড়েছে কুমিল্লার জনগণ। রবিবার সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে কুমিল্লা টমছমব্রীজ, জাঙ্গালিয়া, চকবাজার, কান্দিরপাড়, রানীরবাজার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। তবে কুমিল্লা নগরী ঘুরে কোথাও ট্রাফিক পুলিশের দেখা যায় নি।
বিশ্বরোড থেকে টমছমব্রীজ আসা যাত্রী আব্দুর রহমান জানান, বিশ্বরোড থেকে কান্দিরপাড় যাওয়ার কোন সিএনজি নেই। তবে যারা যাচ্ছে দ্বিগুন ভাড়া আদায় করছে। টমছমব্রীজ আসার পথে যানজটে কবলে মাঝ রাস্তা নেমে পড়েছি। হেঁটে ব্রীজ পর্যন্ত এসেছি,মনে হচ্ছে কন্দিরপাড়ও হেটে যেতে হবে।
লালমাই থেকে আসা রহিমা নামে এক বৃদ্ধা জানান, আমি আদালতে যাব কিন্তু কোন অটো কিংবা সিএনজি চলছে না,সবাই বলছে রাস্তায় নাকি জ্যাম।
তীব্র যানজটের সাথে রয়েছে তীব্র গরম। সব থেকে বেশি যানজট সৃষ্টি হয়েছে সালাউদ্দিন -টমছমব্রীজ- জাঙ্গালিয়া রোডে। সব মিলিয়ে দিশেহারা হয়েছে সাধারণ যাত্রীরা। বিগত সময়ে যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহন করেও একটিও বাস্তবায়ন করতে পারেনি কুমিল্লা সিটি কর্পোরেশন। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
যানজটের বিষয়ে কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর কামাল উদ্দিন জানান, কুমিল্লা নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যানজটের খবর পেয়েছি। কিন্তু আমাদের সকল কর্মকর্তা নির্বাচনের এলাকায় দায়িত্বগ্রহন করছে। কুমিল্লার কান্দিরপাড়ে একজন ছাড়া আর কোথাও ট্রাফিক পুলিশ নেই। যার ফলে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
যেখানে ট্রাফিক পুলিশ থেকেও কুমিল্লা নগরীর যানজট নিরসনে হিমশিম খেতে হয়, দিনভর ট্রাফিক পুলিশ না থাকায় ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। দুপুর একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত যানজট ভয়াবহ রূপ ধারণ করছে।
Leave a Reply