স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ধ্বনি আবৃত্তি স্কুল ও কলেজের ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে অধ্যক্ষ মাহতাব সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক শিল্পি, কবি ও গবেষক ড. শাহাদাৎ হোসেন নিপু। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামীলীগ পরিবারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবুর রহমান মজিব, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রুমানা ইসলাম রুমি, সাংবাদিক ওমর ফারুক তাপস।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাহতাব সোহেলের আবৃত্তি নিয়ে ব্যতিক্রমি ভাবনাটি খুবই প্রশংসনীয় ও যুগ উপযোগী। বাংলাদেশের ইতিহাসে আবৃত্তিকে এই প্রথম কেউ প্রাতিষ্ঠানিক রৃপে নেওয়ার প্রয়াস করেছে। যা আবৃত্তি শিল্পের পখচলা আরো ত্বরান্বিত করবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাহতাব সোহেল বলেন, ডিপ্লোমা কোর্সটিতে মাধ্যমিক পাশ করা যে কেউ ভর্তি হতে পারবে। এক বছর মেয়াদি কোর্সটিতে মোট ৬০টি ক্লাস থাকবে, যা প্রতি শুক্রবার নেওয়া হবে ও বিশেষ ক্লাস থাকবে। শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ, বাচনকলা ও বিতর্ক বিষয়ে পরিকল্পিত, সুবিন্যস্ত সিলেবাস প্রণোয়ন করা হয়েছে। কোর্স শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।
Leave a Reply