অনলাইন ডেস্ক:
সেডেক্স সাপ্লায়ার বি মেম্বার ডিরেক্টর নির্বাচনে বোর্ড মেম্বার ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের স্বনামধন্য তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম এইচ সি এ্যাপারেলস এর মানব সম্পদ প্রশাসন এবং কম্প্লায়েন্স বিভাগীয় প্রধান মো: এস আর আজাদ । সে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
জনাব মো: এস আর আজাদ বলেন, আমাকে নির্বাচিত করার জন্য সকলের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেডেক্স মূলত তাদের সদস্য কোম্পানিগুলোকে পরিচ্ছন্ন সাপ্লাই চেন বজায় রাখার মাধ্যমে সামাজিক দায়িত্বশীলতা পালনে উৎসাহিত করে।
সেডেক্সে বিশ্বের ১৫১ টি দেশের মধ্যে ৫০ হাজার মেম্বার রয়েছে।
উক্ত পদে বাংলাদেশ থেকে ৬ জন প্রার্থীসহ মোট ১২ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।অনলাইন ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হবেন যেকোন ১ জন। এ নির্বাচনে শুধুমাত্র সেডেক্স এর আওতাধীন সদস্য ফ্যাক্টরীসমূহই ভোট দিতে পারবেন। আগামী ২২ মার্চ ২০১৯ পর্যন্ত ভোট দেয়া যাবে। তবে সেডেক্সের নিবন্ধিত কোম্পনীর তালিকাভোক্তরা ভোট দিতে পারবে।
ভোট দেওয়ার লিংক: https://www.sedexglobal.com/sedex-member-directors-2019/
Leave a Reply