( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় তৈতুয়ারায় ভূমিহীন সেজে সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারী জমি বন্দোবস্ত নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা মাহফুজা মতিন। তিনি জানান প্রতারনার মাধ্যমে বরাদ্দ নেয়া ভূমিতে লাল নিশান টানিয়ে দিয়েছি।
জানা যায়, ২০১৩ সালে কুমিল্লা জেলার সাবেক জেলা প্রশাসক মো: হাসানোজ্জামান কল্লোল আদর্শ সদর উপজেলার তেতৈয়ারা এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো:খোকন, মৃত সুরুজ মিয়ার ছেলে মোসলেম ও মৃত আবদুল হাকিম মিয়ার ছেলে মোরশেদ মিয়ার মাঝে সরকারী জমিটি বন্টন করে দেন। বন্টনকৃত জমির মধ্যে মো:খোকন মিয়ার এস.এ ১ নং এবং জমা খারিজ ৪১৭ নং খতিয়ানভুক্ত,৬৬ দাগে নাল.১৩ শতক, ভূমির আন্দরে ৪ শতক ভূমি মাত্র, মো: মোসলেম মিয়ার মিয়ার এস.এ ১ নং এবং জমা খারিজ ৪১৬ নং খতিয়ানভুক্ত,৬৬ দাগে নাল.১৩ শতক ভূমির আন্দরে ৪ শতক ভূমি মাত্র,মো:মোরশেদ মিয়ার এস,এ ১ নং এবং জমা খারিজ ৪১৮ নং খতিয়ানভুক্ত ৬৬ দাগে নাল.১৩ শতক ভূমির আন্দরে ৫ শতক ভূমি বন্দোবস্ত দেন। ২০১৩ সালে ভূমি বন্দোবস্ত দিলেও তারা গত ২০১৮ সাল পর্যন্ত বন্দোবস্ত করা জমি দখলে নেন নি।
স্থানীয়রা নাম না প্রকাশ করার শর্তে জানান, সরকারী জমিটি জংলার মতো ছিলো। সম্প্রতি কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত করে দেখা যায়,যাদেরকে ভূমি বরাদ্দ দেয়া হয়েছে বা নিজেদের ভূমিহীন বলে দাবি করে ভূমি বরাদ্দ নিয়েছিলো তারা আদৌ ভূমিহীন নয়। আর এ কারনে গত ১৪ মার্চ উপজেলা ভূমি অফিস থেকে লাল নিশান টানিয়ে সর্তক করে দেয়া হয়। তবে খবর নিয়ে জানা যায়,মোসলেম মোরশেদ মিয়া ভূমিহীন না হলেও তাদেরকে ভূমিহীন সাজিয়ে জায়গা দখলের পায়তারা করছে খাস জমির পাশে থাকা আশ্রাফ ইটভাটার জসিমসহ আরো কয়েকজন সরকার দলীয় নেতা।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা মতিন বলেন, যে জমির কথা বলা হয়েছে এবং যাদেরকে বন্দোবস্ত দেয়া হয়েছে সে জমিটি সরকারি। তবে অবৈধ উপায় অবলম্বন করে তিনজন লোক ভূমিহীন সেজে সরকারি জায়গা বন্দোবস্ত নিয়েছিলো। এখন সে জমি বন্দোব্স্ত বাতিল করার প্রক্রিয়াধীন রয়েছে। তাই সরকারি জমিতে লাল নিশান টানিয়ে দিয়েছি। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর জানান, আমি শুনেছি যাদেরকে ভূমি বরাদ্দ দেয়া হয়েছিলো তারা ভূমিহীন নয়। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন। যদি তদন্তে তা সত্য হয় তাহলে শীঘ্রই বন্দোবস্ত বাতিল করে জমির মালিকানা ফেরত নেয়া হবে।
Leave a Reply