( জাগো কুমিল্লা.কম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে উম্মে রুমান মারজানা (১৩) নামের এক মেধাবী স্কুলছাত্রীর প্রাণ কেড়ে নিয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরের চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত মারজানা চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার সবজি ব্যবসায়ী ফিরোজ আহাম্মদের মেয়ে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রীর মৃত্যুর খবর শুনে স্থানীয় স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি গাড়ির গ্লাসও ভাঙচুর করে বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে স্কুল ছুটির পর মারজানা বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চৌদ্দগ্রাম বাজারের উত্তর মাথায় মেডিল্যাব ক্লিনিকের সামনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মারজানাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, বিকাল ৪টা ২০মিনিটের সময় স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা দেয় মারজান। সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্রী। অকালে এভাবে তাকে সড়কে প্রাণ দিতে হবে আমরা ভাবিনি। আমরা ওই ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে, স্কুল ছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় পুরোনো ও নতুন সড়ক প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করলে সন্ধ্যা ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটি চালকসহ আটক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।- কালের কণ্ঠ
Leave a Reply