( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় মোটর সাইকেল বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আউয়াল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের লাশ ফেলে দুই ঘাতক পালিয়ে যাচ্ছিল। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে। মঙ্গলবার তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার আশরাফপুর এলাকার মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ছেলে আউয়ালের (২৬) সঙ্গে সদর দক্ষিণের সোলাইমানের সঙ্গে মোটর সাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার রাতে এ নিয়ে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক সালিশ বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোলাইমান ও তার সহযোগিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে সোলাইমানের সহযোগী সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামের সফিকুল ইসলামের ছেলে মো. জাফর (২৬) ও মফিজ উদ্দিনের ছেলে রাসেল (২২) তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় অবস্থা বেগতিক বুঝতে পেরে লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছিল জাফর এবং রাসেল। ব্যপারটি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা দুজনকে আটক করে সদর দক্ষিন মডেল থানায় সোপর্দ করে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে সদর দক্ষিন থানার ওসি মো. মামুন অর রশীদ জানান, হাসপাতালে লাশ রেখে পালানোর সময় সংশ্লিষ্টরা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply